বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন রাজধানীতে গণপরিবহন ঢিলেঢালা ভাবে চললেও সায়দাবাদ বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। আজ রোববার সকালে সায়েদাবাদ বাসটার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়।
সায়েদাবাদে শ্যামলী পরিবহনের ম্যানেজার মো. নাসির বলেন, আমাদের বরিশাল, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফসহ বিভিন্ন রুটে গাড়ি রয়েছে। তবে আজ সকালে কোনো গাড়ি ছাড়া হয়নি। বিকেলের আগে কোনো গাড়ি ছাড়া হবে না। যাত্রীও তো নেই। অন্যসময় সকাল থেকে যাত্রীদের ভিড় থাকে, এখন তো সেটাও নেই। কিছু লোকাল বাস চলছে। বড় কোনো কোম্পানির বাস সেভাবে চলছে না।
শান্তি পরিবহনের ম্যানেজার বলেন, সকাল থেকে কোনো গাড়ি ছাড়িনি। ওপরের নির্দেশনা পেলে গাড়ি ছাড়ব। কিছু যাত্রী গাড়ি না পেয়ে ফেরত যাচ্ছে।
পরিবহন শ্রমিকরা বলছেন, সকাল থেকে হাতেগোনা দু-একটি বাস ছেড়েছে। তবে যাত্রীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
চট্টগ্রামগামী এক যাত্রী জানান, গাড়ীর টিকিট নিয়েছি। সেই সকাল ৬টা থেকেই অপেক্ষা করছি। কিন্তু যাত্রী না থাকায় বাসটি ছাড়তে পারছে না। আমার চট্টগ্রামে যেতে হবে। অনেক ঝুঁকি জানি, তবুও প্রয়োজনের কারণে যেতে হচ্ছে।
টিএইচ